Search
Close this search box

জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাসের যাত্রা শুরু

বাংলাদেশের জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে দক্ষতার সঙ্গে কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা করল ওপাস কমিউনিকেশন্স। উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর নিকেতনে আনুষ্ঠানিকভাবে গতকাল কার্যক্রম শুরু করেছে ওপাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাজের মধ্যে থাকবে মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশনস, ডিজিটাল, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস, আউটডোর অ্যাক্টিভিটিস ইত্যাদি। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে ওপাস কমিউনিকেশনস অংশীজনের মাঝে আস্থার জায়গা তৈরির জন্য কাজ করতে চায়।

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল কাফী বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটের মধ্যে মানসম্মত ও কার্যকর সেবা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা অত্যন্ত পেশাদার একটি টিম একত্র হয়েছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সেবা প্রদানে এবং জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা বদ্ধপরিকর।’